সীতাকুণ্ডে ডাকাত গ্রেফতার

সীতাকুণ্ডে ৭-৮ জনের একটি ডাকাত দল মো. জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর গ্রামের মৌলভীপাড়ার মো. জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। ডাকাত তৌহিদের নেতৃত্বে ৭-৮ জনের একটি ডাকাত দল বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে ডাকাতের চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন একত্র হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও মোরশেদ (৩৫) নামে এক ডাকাতকে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ডাকাত তৌহিদের এর বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে এলাকা ছাড়া করে। সে এলাকা ছাড়া হয়ে বিভিন্ন সময় এলাকার লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে স্থানীয়রা জানান।

সীতাকুণ্ড থানায় তৌহিদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এদিকে এলাকাবাসী ডাকাতির ভয়ে স্থানীয় চেয়ারম্যান পরিষদ কর্তৃক বিতরণকৃত কার্ড ঝুলিয়ে এলাকায় বিগত দুই মাস যাবত প্রতিদিন রাতে তাদের গ্রাম পাহারা দিয়ে আসছে।
২নং বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাত তৌহিদের উৎপাতে ওই এলাকার জনগণ অতিষ্ঠ।

সীতাকুণ্ড থানার এস আই মো. ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ডাকাতকে গতকাল কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন