নির্বাচনে বিজয়ের জন্য দলীয় ঐক্যের বিকল্প নেই – আ জ ম নাছির উদ্দীন

এক দফার প্রবক্তা চট্টল শার্দুল মরহুম এম এ আজিজের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ ১১ জানুয়ারি সকালে মধ্যম হালিশহরস্থ এম এ আজিজের বাসভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এম এ আজিজ একজন ক্ষণজন্মা রাজনীতিবিদ ছিলেন । এম এ আজিজ’রা কখনো নেতা হওয়ার জন্য কাজ করেননি। তারা কাজের মধ্য দিয়ে নেতা হয়ে উঠেছেন। তাদের সময়ে তারা ছিলেন সমগ্র বাঙালি জাতির মাস্টার মাইন্ড। আমাদেরকে এম এ আজিজের জীবনাদর্শ গ্রহণ করতে হবে। দলে আজ নেতাকর্মীর অভাব নেই। অভাব শুধু প্রকৃত নেতাকর্মীর। প্রকৃত নেতাকর্মীর সংকট দূর করতে হলে, সংগঠনকে ত্যাগী নিবেদিত নেতাকর্মীদের আস্থার ঠিকানা হিসেবে গড়ে তুলতে হলে এখন থেকেই কাজ শুরু করতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবার সরকারে আসতে হবে। আর আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে আগামী নির্বাচনে বিজয়ের বিকল্প নেই। সেজন্য অন্তর্দ্বন্দ্ব ভুলে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি ছয় দফা বাস্তবায়নের ঘোষণা দেয়। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ছয় দফা দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের উপর অত্যাচার শোষণ নির্যাতন চালাতে থাকে। তখন এই চট্টল শার্দুল এম এ আজিজ এক দফা মানে একমাত্র স্বাধীনতার পরিকল্পনার কথা জাতির জনকের কাছে ব্যক্ত করেন। তার সেই পরিকল্পনাই পরবর্তীতে বঙ্গবন্ধু দেশ মাতৃকার মুক্তি স্বাধীনতা অর্জনের লক্ষ্য হিসেবে গ্রহন করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আলতাফ হোসেন চোধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মরহুম এ আজিজের সন্তান সাইফুদ্দিন খালেদ বাহার, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, ত্রাণ ও সমাজ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন