
চট্টগ্রাম : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিশা আক্তার (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তিশা বাঁশবাড়িয়া হাজী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই ইউনিয়নের হাজি পাড়া গ্রামের মোঃ নুর নবীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিশা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাজী নাজমুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একটা শিশু শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাকে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার মৃত্যু হয়।
নয়াবাংলা/এইচএম