চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

শীতার্ত গরিব দুস্থ মানুষকে চট্টগ্রামে শীতবস্ত্র প্রদান করলো এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ এ পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচমেটদের গ্রুপ চট্টগ্রাম-০৭০৯

২০১৯ সালের ১৬ই আগষ্ট গ্রুপটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নানা সামাজিক কাজ করে যাচ্ছে গ্রুপের সদস্যরা। ক্যান্সার আক্রান্ত বন্ধুর জন্য আর্থিক সহয়তা প্রদান থেকে শুরু করে,অর্টিজম স্কুলের শিক্ষকদের সংবর্ধনা ও অনুপ্রেরণা প্রদান,পিকনিক ফেস্ট ২০২০(সারাদেশের প্রায় ৭০০ ব্যাচমেট নিয়ে),করোনাকালীন ত্রান সহ বন্ধুবান্ধবীর রোগ মুক্তিতে আর্থিক সহযোগিতা,জরুরী প্রয়োজনে গ্রুপের সদস্যদের রক্ত দান সহ যাবতীয় সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। এছাড়াও গ্রুপ থেকে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে অনেকে সম্মিলিত উদ্যোগে ব্যবসায়,একে অন্যকে চাকুরী প্রদান সহ নানা সহয়তা করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো চট্টগ্রাম-০৭০৯ গ্রুপ।

সবার সহযোগিতায় আমৃত্যু জনসেবা মূলক সামাজিক কাজ করে যেতে চায় গ্রুপের সদস্যরা।

গ্রুপের এক সদস্য ফোরকান রাসেল বলেন,পড়াশোনা করে দেশের প্রতি দায়বদ্ধতার থেকে আমরা সবসময় দেশের মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুত্বের বন্ধন শক্তিশালী করে আড্ডা,গেটটুগেদারের পাশাপাশি সামাজিক কাজ করে যাবে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যরা

গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফোরকান রাসেল,মেঘ আজাদ,সাজু,শাহাদাত,মাহিম পারভেজ,সানি,ইঞ্জিঃ শিলা,খালেদ,ডাঃ মহিউদ্দীন আমিন,প্রফেসর সাদ্দাম,সাইদুল,একরাম,সান্টু,অরুপ,মাহফুজ,মাজিদ,রহিম উল্লাহ,নাজমুল,সুজন ধর,মহিউদ্দীন ইমন সহ আরো অনেকে

শেয়ার করুন