সীতাকুণ্ডে জেলেদের ১৮ ঘর আগুন পুড়ে ছাই

ড়সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলেদের ১৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একটি ঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় সবাই ঘুম ছিলেন। তবে আগুন দেখে কয়েকজন চিৎকার করলে সবার ঘুম ভেঙ্গে যায়। ফলে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। তবে শুকনো মৌসুম ও বাতাসের প্রবাহ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই ১৮টি ঘরের মালামাল, ঘরে থাকা নগদ টাকা ও জেলেদের জাল পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘আগুনের খবর পেয়ে দু’টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

শেয়ার করুন