চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে কাজ করতে আগ্রহী ইপসা

বক্তব্য রাখছেন ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেছেন, ‌চট্টগ্রামের সাংবাদিকদের অনুপ্রেরণা দিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে ইপসা দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী। চট্টগ্রামের সাংবাদিকদের জন্য নানা ক্ষেত্রে পুরস্কার প্রবর্তন করা যায় কিনা, সে ব্যাপারে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সবকথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, স্থায়ী সদস্য জাহিদুল করিম কচি, মোহাম্মদ শামসুল হক, প্রদীপ নন্দী, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, সিরাজুল করিম মানিক, রনজিত দে, বিশ্বজিৎ বড়ুয়া, মুস্তফা নঈম, জামালুদ্দীন ইউছুফ, গোলাম সরওয়ার, আফজল রহিম সিদ্দিকী, তাপস বড়ুয়া রুমু, শিশির বড়ুয়া, আলমগীর সবুজ, বিপুল বড়ুয়া, তপন দাশবর্মন, মুজাহিদুল ইসলাম, আল রাহমান, সাইদুল আজাদ, কামাল উদ্দিন খোকন, নিপুল কুমার দে, রাজেশ চক্রবর্তী, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, মান্নান মেহেদী, আবু মোশাররফ রাসেল, সাইদুল ইসলাম, এনামুল হক, রেজা মুজাম্মেল, শৈবাল আচার্য্যসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোরশেদ চৌধুরী, সহকারি পরিচালক ও হেড অব রেসপন্স প্রোগ্রাম মোহাম্মদ শহিদুল ইসলাম এবং প্রোগ্রাম ম্যানেজার ও এডভোকেসী প্রোগ্রামের প্রধান মোহাম্মদ আলী শাহিন।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন