ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ; ক্ষতিগ্রস্থদের পাশে ইউএনও

রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওতে দুইটি বসত বাড়ীতে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

৬ই ফ্রেরুয়ারী রাত আনুমানিক দুইটায় ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরার প্রবাসী দুই ভাই সাদ্দাম ও আবুল হোসনের বাড়ীতে এ অগ্নিকান্ড ঘটে।

গরুর গোয়াল ঘরে লাগানো মশার কয়েলের আগুন থেকে এঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী মন্তব্য করেছেন।

স্থানীয় লোকজন এবং রামু ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন।

এদিকে আজ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এ সময় তিনি খাদ্যসামগ্রী, কম্বল, মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে বাড়ি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন। এ সময় ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম উপস্থিত ছিলেন।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন