ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মিরসরাই অংশে ১২ কিলোমিটার যানজট
মুডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজের কারণে যানজট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই অংশে ১২ কিলোমিটারজুড়ে যানজট। সোমবার সকাল ১১টায় উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে ঠাকুরদিঘী বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ কিলোমিটার অংশে এক জায়গায় থেমে আছে সব যানবাহন।

এ বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহকে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন বলে এবিষয়ে কিছু বলেননি।। তবে পলিমার মুডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান তাহের এন্ড ব্রাদার্স এর প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ জানান মিরসরাইয়ের বড়তাকিয়া অংশে চট্টগ্রামমুখী লেনে আমাদের কাজ চলছে। এসময় একটি ট্রাক উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। তবে এসময় তিনি দাবি করেন ঘটনাস্থলে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসে যানজট নিরসনের চেষ্টা করছে।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন