বান্দরবানে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটি কর্তৃক বাজেট
জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপন বিষয়ের উপর ফলোআপ ওর্য়াকশপ

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটি কর্তৃক বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপন বিষয়ের উপর ফলোআপ ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি (শনিবার) বান্দরবানের রয়েল হোটেলের কনফারেন্স রুমে গণতান্ত্রিক বাজেট আন্দোলন বান্দরবান জেলা কমিটি কর্তৃক বাজেটে জনঅংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপন বিষয়ের উপর ফলোআপ ওর্য়াকশপ আয়োজন করা হয়।

এসময় বিএনকেএস,এসআরএস ও দি এশিয়া ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় ফলোআপ ওর্য়াকশপে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা গণতান্ত্রিত বাজেট আন্দোলন কমিটির সভাপতি অংচমং মারমা, সহ-সভাপতি এ্যাডভোকেট সারা সুদীপা ইউনুস, সদস্য নিলীমা আক্তার নীলা, মিডিয়া ফোকাল হ্লাচিং মারমা এবং বিএনকেএস-এর কর্মসুচি পরিচালক পেশল চাকমা।
এছাড়া ফলোআপ ওর্য়াকশপে শিক্ষক,সাংবাদিক,আইনজীবি, উন্নয়ন কর্মী, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

ফলোআপ ওর্য়াকশপে জাতীয় পরিকল্পনা ও বাজেটের প্রচলিত প্রক্রিয়া,আইনী কাঠামো,উন্নয়ন ও অর্থনীতির বর্তমান ধারা ও কোভিড পরবর্তী জাতীয় অগ্রাধিকার, স্থানীয় উন্নয়ন ও অর্থনীতির বর্তমান হাল ও নাগরিকদের অগ্রাধিকার বিষয়ে আলোচনা করা হয়। পরে সকলের অংশগ্রহণের মাধ্যমে বান্দরবান জেলার ইস্যুভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

শেয়ার করুন