কক্সবাজারে জেলা প্রশাসন ও ঈদগাঁও প্রেস ক্লাবের কর্মসূচি গ্রহণ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জেলা প্রশাসন।

এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী এবং ২২-২৮ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি সমূহ পালন করা হবে। একুশে ফেব্রুয়ারির কর্মসূচির মধ্যে রয়েছে ‌ আজ রাত ১২টা ১ মিনিটে মাস্ক পরে নিরব পদযাত্রা সহকারে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা পাঠের আসর, সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাজনক সময়ে জেলা শিল্পকলা একাডেমী ও কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

এছাড়া শহীদ দৌলত ময়দানে ২২ ফেব্রুয়ারি থেকে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী ভাষা ও সংস্কৃতি উৎসব।

দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি পালন করে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন, কবিতা, গল্প ও সৃজনশীল লেখা, ছবি আঁকা, মাগফিরাত- দোয়া কামনা, আলোচনা সভা এবং নিজস্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

এদিকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে কক্সবাজারের ঈদগাঁও প্রেসক্লাব।

সংগঠনের উদ্যোগে এদিন আলোচনাসহ অন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

নয়াবাংলা/এইচএ

শেয়ার করুন