
হাকিম মোল্লা :সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহু প্রতীক্ষিত ডিজিটাল এক্স -রে মোশিন উদ্বোধন করা হয়েছে। এখন থেকে সরকার নির্ধারিত মূল্যে যে কেউ এই সেবা পাবেন।
২৬ ফেব্রুয়ারি শনিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা.মো. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো : শাহাদাত হোসেন।
এছাড়াও হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
ডা.মো. নুর উদ্দিন রাশেদ বলেন, সরকার নির্ধারিত মূল্যে যে কেউ এই সেবা পাবেন। এটি স্বাস্থ্য সেবা প্রদাণের ক্ষেত্রে আরোও বেশি গতিশীল হবে।
নয়াবাংলা/এইচএম