বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সাথে মত বিনিময় সভায় মেয়র
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে সবাই কে এগিয়ে আসতে হবে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর উদ্যোগে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম একুশে বইমেলা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নইমউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ফাহিমউদ্দিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ।

তিনি বলেন উন্নত বিশ্বের দেশগুলো তাদের মাতৃভাষা কে প্রাধান্য দিয়েই আজ শিক্ষা- দিক্ষায় উন্নতির শিখরে পৌঁছেছে , দেশের সংবিধান ও উচ্চ আদালত এর নির্দেশ অনুযায়ী দেশের সরকারী ও বেসরকারী দাপ্তরিক কাজে ১০০ ভাগ বাংলা ভাষার ব্যাবহার নিশ্চিতকরণের সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানান , এছাড়া আগামী ৭ মার্চ এর মধ্যে সকল প্রতিষ্ঠানের নামফলকে অন্ততপক্ষে ষাট ভাগ বাংলা ব্যবহার না করলে সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমান মোবাইল টিম এর সদস্যরা সেগুলো উচ্ছেদ ও জরিমানা করবে বলে জানান । সভায় মুখ্য আলোচক এর বক্তব্যে মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান বলেন শুধু চট্টগ্রাম নয় আমাদের দাবী সমগ্র দেশে সর্বস্তরে বাংলা প্রচলন করা হোক , ভাষা আন্দোলন এর ৭০ বছর পরও আমরা বাংলা কে সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে পারি নি , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর সর্বস্তরে বাংলা কে প্রতিষ্ঠিত করার কাজে হাত দিয়েছিলেন ,কিন্তু তা আজও বাস্তবায়ন হয় নি ।

সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ , গণ-অধিকার চর্চা কেন্দ্রের সদস্য-সচিব মশিউর রহমান খান , সাংস্কৃতিক কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটি ।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হারেছ আহম্মেদ , রাখাল চন্দ্র বণিক , নুরূল আলম মন্টু , আবুল কাশেম বি এস সি , আবু হোসেন , সিরাজুল ইসলাম চৌধুরী , সিরাজুল ইসলাম রাজু , মনসুরুর রহমান ,মোঃ মহিউদ্দিন , দেওয়ান মাকসুদ , আবুল কাশেম , তৌহিদুল করিম কাজল , সুজাউদ্দৌলা বাবুল , শেখ জাহিদ , ডাঃ কে এম মইনউদ্দিন খান , জাফর আহম্মদ ও শাহ আলম নিপু ।

সভায় বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা আক্তার টুনু , শিঞ্চন ভৌমিক , হাসান মারুফ রুমী, মহিন উদ্দিন , মোর্শেদ করিম , চৌধুরী জসিমুল হক , কাজী মুহাম্মদ রাজিশ ইমরান , জয়নুদ্দিন আহমেদ জয় , ইন্তেখাব সুমন , ইঞ্জিনিয়ার লিটন ব্যানার্জী , ডাঃ আর কে রুবেল , সায়েম উদ্দীন , আবুল বাশার হেলাল , আবদুল্লাহ আল মামুন , শহীদ এমরান সিশু , আঁখি আক্তার , ডাঃ মোঃ আইয়াজ শিকদার , জানে আলম , রাজা মিয়া , ফরহাদুল হাসান মোস্তফা , হৃদয় দাশ ,জুয়েল বড়ুয়া , এম কাইছার উদ্দিন প্রমুখ ।

শেয়ার করুন