বাজারে সয়াবিন তেলের সংকট!

রাশিয়া-ইউক্রেন সংকটের অজুহাতে হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের তেলের বাজার। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। চট্টগ্রামসহ দেশের বেশকিছু স্থানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১৯০ থেকে ২০০ টাকা। শুধু তাই নয়, কিছু এলাকায় তেলের কৃত্রিম সংকট তৈরি করে বলা হচ্ছে তেল নেই। একই অবস্থা বিরাজ করছে কুমিল্লা শহরে। শহরে হঠাৎ করে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানদারই বলছেন, দোকানে তেল নেই।

বুধবার (২ মার্চ) হাজি গঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় মুদি দোকানি ইমিতয়াজ বলেন, কয়েকদিন ধরেই কোনো কোম্পানি, ডিলার তেল সাপ্লাই দিচ্ছে না। পাইকাররা আমাদের মাল দিচ্ছে না আমরাও জনগণকে দিতে পারছি না।’

কোম্পানি আপনাদের কী ধরনের আশ্বাস দিচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা (কোম্পানি) বলছে, মাল আসলে পাবেন।’

আরেক বিক্রেতা বলেন, ‘দুই তিনদিন হলো ভালো কোম্পানির তেল আসছে না। যেগুলো আসছে খুবই সীমিত। আগে যেগুলো বাজারে খুব একটা বিক্রি হতো না এখন সেগুলোই বিক্রি হচ্ছে।’

শেয়ার করুন