ঈদগাঁওতে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম বার্ষিক মিলনমেলায়;
সাংবাদিকদের গরীব অসহায় মানুষের পাশে থাকতে হবে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :আন্তর্জাতিক সংবাদিক সংগঠন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী মিলন মেলার বর্ণাঢ্য ও বহুমাত্রিক কর্মসূচি চলছে বাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। সংগঠনটির কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ইলি সঞ্চালনায় প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়েছে।

এসময় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ এম, মমতাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ঈদগাহ মডার্ন এন্ড ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ ইউসুফ আলী, জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী, ইসলামপুর ইউনিয়নের তরুণ সমাজসেবক মোঃ হাসান আলী, উন্নয়ন উদ্যোক্তা, ঈদগাঁও উপজেলা ভাইরাস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল, ঈদগাঁও সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি শেফাইল উদ্দিন, ঈদগাহ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এ কে এম জাহাঙ্গীর বাঙালি, ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি শফিউল আলম আজাদ,ঈদগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কক্সবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আপন কন্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিম, কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল আমির চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পোদ্যোক্তা রেজাউল করিম শিকদার, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, ফার্মেসি ব্যবসায়ী সালামত উল্লাহ রাজন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতা হুমায়ুন কবির, পরিবেশ আন্দোলনের ঈদগাঁওর সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ ওসমান গনি, প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্থ সম্পাদক নুরর রহিম সওদাগর, বাস স্টেশনের টাইলস ব্যবসায়ী বদিউল আলম, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধি আব্দুস শুক্কুর, ঈদগড়ের সিনিয়র সাংবাদিক এম, জাফর আলম জুয়েল ও হামিদুল হক, শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান, মাহবুব আলম মিনার,সোহেল আরমান,জিয়ার রহমান, শাখাওয়াত হোসেন,সায়মন সরওয়ার কায়েম,কাওছার শরীফ,মতিউল ইসলাম মতি,আরফাত,গিয়াস উদ্দিন, আজিজুর রহমান রাজু, নুরুল আজিম মিন্টু, আবুবকর, কায়েদ আলম কায়সার,নুরুল আজিম,এবাদুল হক,

বনভোজনে অংশ নেন জাতীয় শ্রমিক লীগ ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আব্দুল্লাহ সহ অনেকে। কর্মসূচিতে ছিল নিবন্ধন, সম্মিলন, আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণ, মধ্যাহ্নভোজ ও ফটোসেশন। মিলন মেলার বিভিন্ন পর্বে অংশ নেন ঈদগাঁও প্রেস ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা, সুশাসনের জন্য নাগরিক- সুজনসহ সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল মালিক সমিতির সদস্য বজলুর রহমান। সহযোগিতায় ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম, রমজানুল আলম কোম্পানি, ডিলার আমানুল্লাহসহ আরো অনেকে।

সুধীজনরা বলেছেন, সাংবাদিকরা জাতির অতন্দ্র প্রহরী। তারা সুখে অসুখে জাতির কল্যাণে নিয়োজিত থাকেন। সাংবাদিকদের গঠনমূলক লেখনি জাতীয় নেতৃত্বকে দিকনির্দেশনা দেয়। সাংবাদিকদের গরীব অসহায় মানুষের পাশে থাকতে হবে। তারা এলাকার সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর কাছে তুলে ধরেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ উপস্থাপন করা দরকার। অন্যথায় দেশ ও জাতি সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন।

সত্য উপস্থাপন করার কারণে সাংবাদিকদের অনেক সময় হামলা-মামলার সম্মুখীন হতে হয়। নানা কালো আইনের মাধ্যমে তাদের লেখনীকে স্তব্ধ করার প্রচেষ্টা চালানো হয়। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দেশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকরা এলাকার নানা সমস্যা জনসমক্ষে তুলে ধরে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের চোখ মুখ খুলে দেন। সমগ্র অনুষ্ঠানে আয়োজক সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আগত নানা স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন