মহান স্বাধীনতা দিবসে সীতাকুণ্ড প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য এস এম ফোরকান আবু।

হাকিম মোল্লা:মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযােদ্ধাসহ শহীদ ও দেশপ্রেমিক সকলের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সেখানে শহীদদের স্বরণে কিছু সময় নিরবতা পালন করা হয়।

এ ছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য এস এম ফোরকান আবু।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সম্পাদক নাসির উদ্দিন (অনিক),সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সীতাকুণ্ড সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মো: নজরুল ইসলাম, দিদারুল হোসেন টুটুল সীতাকুণ্ড প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের,সীতাকুণ্ড প্রেসক্লাবের সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, হাকিম মোল্লা, শেখ সাইফুল ইসলাম।

শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযােদ্ধাসহ শহীদ ও দেশপ্রেমিক সকলের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন