
হাকিম মোল্লা : ”প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন” এবং ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ডে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।
কর্মসূচির মধ্যে ছিলো র্যালী ও আলােচনা সভা, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ।

ইপসা-এইচআরডিসি বীর মুক্তিযােদ্ধা এ.কে.এম মফিজুর রহমান মিলনায়তন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক হারুন উর রশীদ।
সিভিক কনসোর্টিয়াম প্রকল্প সমন্বয়ক শাহ সুলতান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, কৃষি ও মৎস ইউনিট সৌমিত্র চৌধুরী, গোলাম সরওয়ার, সীতাকুণ্ড প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: নুরুন্নবী।
সিভিক কনসোর্টিয়াম প্রকল্প সমন্বয়ক শাহ সুলতান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: নুরুন্নবী।
ইনক্লুসিভ ফাইনেন্স’র প্রোগ্রাম অফিসার মাহিনুল ইসলামের সঞ্চালনায় কৃষি ও মৎস ইউনিট কর্মকর্তা সৌমিত্র চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম সরোয়ার, হাকিম মোল্লা, মো: রুবেছ, রফিকুল ইসলাম শুভ।

উল্লেখ্য, অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।