
নগরীর লালখান বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুসারীদের মধ্যে মারামারি পর এক পক্ষ সংবাদ সম্মেলন করে অন্য পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ও তার অনুসারী ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলন থেকে লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসনাত মো. বেলালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বেলালের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লালখান বাজার ওয়ার্ডের গ ইউনিটের সাধারণ সম্পাদক সমীর কান্তি দে বলেন, “অত্র এলাকার কাউন্সিলর ও তার বাহিনী জনগণের মাঝে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার মিশন হিসেবে দলীয় নাম ও পদবি ব্যবহার করে অবৈধভাবে অর্থবিত্ত ও বৈভব গড়ছে।
“চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় হাইকমান্ডের নিকট ভুয়া তথ্য দিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নেয়। জনগণকে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে এবং ভোটারদের ভীতি প্রদর্শন ও তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে কাউন্সিলর বনে যায়।”
কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আবুল হাসনাত মো. বেলাল আরও ‘বেপরোয়া’ হয়ে দলীয় নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন এবং গত এক বছরের এক ডজনের বেশি মামলা করিয়েছেন বলেও অভিযোগ করেন সমীর কান্তি দে।
গ ইউনিটের সভাপতি নুরুল আলম বলেন, “কাউন্সিলর হওয়ার পর তিনি ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। উনি স্বেচ্ছাসেবক লীগের একটি পদে আছেন। উনাকে তো আওয়ামী লীগের দায়িত্ব দেয়া হয়নি।”
দীর্ঘদিন ধরে আবুল হাসনাত মো. বেলাল ও দিদারুল আলম মাসুমের মধ্যে এলাকার কর্তৃত্ব নিয়ে বিরোধ চলে আসছে। এরমধ্যে গত ২৭ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুই জনের মধ্যে উতপ্ত বাক্য বিনিময় হয়।
পরদিন ২৮ মার্চ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে দুজনের অনুসারীদের মধ্যে। মাসুসের কুশপুত্তলিকাও দাহ করা হয়।
নুরুল আলম সংবাদ সম্মেলনে বলেন, লালখান বাজার এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার টিসিবি’র পণ্যের জন্য কার্ড পেতে বারবার ওয়ার্ড অফিসে ধর্না দিলেও পায়নি। ২৭ মার্চ ইস্পাহানি মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় জনগণ ও দলীয় নেতাকর্মীদের চাপের মুখে সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম প্রকাশ্যে এ বিষয়ে প্রতিবাদ জানান।
“তখন নেতৃবৃন্দের উপস্থিতিতেই কাউন্সিলর আবুল হাসনাত মো বেলাল অশোভন আচরণ করে ও হুমকি দেয়। পরদিন তার উপস্থিতিতে দিদারুল আলম মাসুমের কুশপুত্তলিকা দাহ করা হয়। অঙ্গ সংগঠনের নেতা হয়ে তিনি কিভাবে ওয়ার্ড আওয়ামী লীগকে পরিচালিত করতে চান?
সংবাদ সম্মেলনে দিদারুল আলম মাসুম উপস্থিত থাকলেও তিনি ছিলেন দর্শক সারিতে।
সংবাদ সম্মেলনে ক ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, খ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহিম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম উপস্থিত ছিলেন।