বান্দরবানে কিশোরী ও যুব নারীর প্রতি সহিংসতা ও জিবিভি ইস্যু নিয়ে ওরিয়েন্টেশন

বাসুদেব বিশ্বাস বান্দরবান : আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ) প্রকল্পের উদ্যোগে ৩ উপজেলার (বান্দরবান সদর, রোয়াংছড়ি, থানচি) স্থানীয় জেন্ডার ফোকাল পার্সন (জিএফপি)দের সাথে কিশোরী ও যুবনারীর প্রতি সহিংসতা ও জিবিভি ইস্যু নিয়ে ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।

অনন্যা কল্যাণ সংগঠনের সভা কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার, মাস্টার ট্রেইনার সুমিত বণিক, অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, মানবাধিকার কর্মী অংচা মং, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ) প্রকল্পের প্রজেক্ট কো অডিনেটর দীধিতী চাকমা এবং গ্রাউস, তহজিংডং এর উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা । ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মানবাধিকার কর্মী, আইনজীবি, সাংবাদিক ও বাংলাদেশ পুলিশ এর প্রতিনিধি। দিনব্যাপী ওরিয়েন্টেশনে বান্দরবান পার্বত্য জেলায় কিশোরী ও যুব নারীদের জীবনে সহিংসতামুক্ত জীবন যাপনের ক্ষেত্রে কি ধরণের সহযোগিতা করা প্রয়োজন, প্রতিকারের এবং সেই সাথে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে ধরণের সেবা প্রদানের সুযোগগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশদ আলোচনা করেন ।

শেয়ার করুন