
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে হযরত আব্দুল হাকিম মাইজভাণ্ডারীর ২৭ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল গতকাল বুধবার উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ এম ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, শাহ সুফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (মাজিআ)। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আব্দুল হাকিম মাইজভাণ্ডারী ছিলেন একজন পরোপকারী মানুষ। তিনি মানুষের সেবা করতে পছন্দ করতেন। তাঁর এই সমাজসেবা ধারাবাহিকভাবে তাঁর সন্তান সাবেক মেয়র এম মনজুর আলমসহ তাঁর পরিবারও করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, লোকমান আলী, আজম খান, মো. ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।