বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বান্দরবান স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর হাসপাতাল প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য রালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
পরে র‌্যালী শেষে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মারমা,ডা.আলমগীরসহ বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের কমর্কতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্বাস্থ্যর প্রতি সকলের নজর বৃদ্ধির আহবান জানান এবং একটি সুন্দর আগামীর জন্য সকলকে নিজ নিজ স্বাস্থ্য পরীক্ষা ও কোন রোগব্যাধি দেখা দিলে কালক্ষেপন না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরানাপন্ন হওয়ার আহবান জানান।

শেয়ার করুন