ইপসা’র টি স্টল উপহার পেয়ে প্রাণখুলে হাসেন কাসেম

হাকিম মোল্লা : প্রত্যেকটি দিনই এক রকম বর্ণহীন জীবণ তাদের। শেষ জীবণে এসে কেন এমন জীবন? এমন চিন্তা থেকে প্রবীণদের পাশে দাঁড়িয়েছে ইপসা।  প্রাণখুলে এখন হাসেন মূছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আবুল কাসেম।

২৪ মার্চ বৃহস্পতিবার ২০২২ দুই প্রবীণকে দুটি টি স্টল উপহার দেওয়া হয়েছে। উপহার দুটির একটি দেওয়া হয়েছে সন্দ্বিপ পৌরসভার ১ নং ওয়ার্ডের মোঃ ছলেমানকে অপরটি পেয়েছেন মূছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আবুল কাসেম।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এটি বাস্তবায়ন করে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা ( ইয়ং পাওয়া ইন সোশ্যাল এ্যাকশন)।

উদ্বোধন করেন বীর মুক্তি যোদ্ধা আবু হেলাল চৌধুরী ও শাহ বাংগালীর সুযোগ্য সন্তান  দিদার বাংগালী। এসময় উপস্থিত ছিলেন, সন্দ্বীপ সেনের হাট শাখা ব্যবস্থাপক মেজবাহ উল আলম।

ইপসা সৈয়দপুর এরিয়া ম্যানেজার ডাঃ গোলাম মহিউদদীন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ইপসা প্রবীণ জনগোষ্ঠীে নিয়ে বিভিন্নভাবে কাজ করে আসছে। তারই ধারাবাহিককায় টি স্টল দুটি সন্দ্বীপের দুই প্রবীণ ব্যক্তিকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন