অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ;
ট্যুরিজম শিল্পের উন্নয়নে জনসচেতনতা বাড়াতে হবে

বক্তব্য রাখছেন রাঙামটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটির পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে হলে দেশের পর্যটন শিল্প, সংরক্ষণ ও পযর্টন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম।

১২ এপ্রিল, মঙ্গলবার ভলেন্টিয়ার ফর সাসটেনেবিলিটি ট্যুরিজম (ভিএসটি) শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ইউএন ভলেনার্স, বাংলাদেশ’র যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সাইফুল হাসান।

তিনি আরও বলেন, পর্যটন শিল্প সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই শিল্পের উন্নয়ন ও বিকাশ করতে হবে।

এসময় রাঙ্গামাটি জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন