মিক্সড মার্শাল আর্ট ফাইটিং এ বাংলাদেশ টীমের খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করলো ক্যশৈহ্লা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : মিক্সড মার্শাল আর্ট ফাইটিং এ বাংলাদেশ টীমের ব্যান্টমওয়েট শ্রেণিতে অপরাজিত হওয়ায় বান্দরবান জেলার দূর্গম রুমা উপজেলার বম সম্প্রদায়ের ছেলে জাসপার লালখম সাং কে সংবর্ধনা দেয়া হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে তাকে ২ লক্ষ টাকার ক্রীড়া অনুদানের চেক প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, প্রশাসনিক কর্মকর্তা উচিং মং সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা।

জাসপার লালখম সাং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বম সম্প্রদায়ের দূর্গম রুমা উপজেলার কেউক্রাডং পাহাড়ের নিচে পুরাতন রুমানা পাড়ার ছেলে। সে ২০১৯ সালের ডিসেম্বরে ইন্ডিয়াতে মিক্সড মার্শাল আর্ট ফাইটিং এ প্রথম ফাইট শুরু করে। পরে ২০২০ সালের মার্চে ২য় ফাইট করে। দু’টাতেই সে প্রথম রাউন্ডে নক আউট উইন করে। চলতি বছরের মে মাসের ২১ তারিখ সেই থাইল্যান্ড ফাইনাল চ্যাম্পিয়নশীপে খেলতে যাবে জাসপার লালখম সাং।

শেয়ার করুন