ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত হলো যারা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

কক্সবাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। বিদ্যালয়ে আয়োজিত নির্বাচন শেষে বিকেল দুইটার দিকে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্য শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে সর্বোচ্চ ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাহিন আবরার আলভী (ব্যালট নং ০৭)। সে জালালাবাদ ইউনিয়নের পালাকাটা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম আহমদ হোসাইন এর নাতি এবং ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও অত্র বিদ্যালয়ের শিক্ষিকা জয়নব আক্তারের পুত্র। পঞ্চম শ্রেণী থেকে নির্বাচিত হয় মোঃ আব্দুল আজাহা জুয়েল (ব্যালট নং ৫০৬)। সে ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম কবির আহমদের নাতি। সে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম ও মনজি আরা বেগমের পুত্র। একই শ্রেণি থেকে নির্বাচিত হয় ফাতেমাতুস তানিশা আলম। তার ব্যালট নম্বর ৬১০। সে জালালাবাদ ইউনিয়ন এর লরাবাক নিবাসী ব্যবসায়ী শফিউল আলম ও তসলিমা আক্তার এর মেয়ে। চতুর্থ শ্রেণি থেকে নির্বাচিত হয় জায়েদ ইকবাল রাসিব। তার ব্যালট নম্বর ২৫৯। সে বাজারের ব্যবসায়ী আহমদ ছৈয়দ ও খুরশিদা খানমের পুত্র। তার বাড়ি জালালাবাদের মিয়াজী পাড়ায়।

শেয়ার করুন