চৌফলদন্ডীর ক্ষতিগ্রস্থ ২৭৮৫ জন জেলেদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের সামুদ্রিক জলাসীমায় ৬৫ দিন অর্থাৎ ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ করেছে সরকার। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের জেলেরা পড়েছেন চরম বিপাকে। ক্ষতিগ্রস্থ এসব জেলেদের মাঝে আজ বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর এর সহায়তায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা জানান, ইউনিয়নে তালিকাভুক্ত ২৭৮৫ জন জেলেদের মাঝে প্রতি জনকে ৫৬ কেজি হারে চাল দেয়া হয়।
এদের মধ্যে ১ থেকে ৫ নং ওয়ার্ডে ২৩৭৭ জন এবং ৬ থেকে ৯ নং ওয়ার্ডে ৪০৮ জন খাদ্য সহায়তা পান। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব জানান, জেলেদের জীবনযাত্রা সচল রাখতে সরকার এ কার্যক্রম চলমান রেখেছেন। এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ শাহজাহান মিয়া, মেম্বার আমানুল্লাহ, মহিলা মেম্বারসহ সংশ্লিষ্ট উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন