সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে কৃষি সেবা ও বিপণন কেন্দ্র উদ্বোধন

হাকিম মোল্লা: সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে কৃষি সেবা ও বিপণন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ২৬ জুন) বিকেল ৪টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার বাস্তবায়নে ইউনিয়নের পশ্চিম মুরাদপুর বেড়িবাধ সংলগ্ন এ কৃষি সেবা ও বিপণন কেন্দ্র উদ্বোধন করা হয়।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন।

এর আগে ইপসা কৃষি ইউনিটের সমন্বয়কারী সুমন দেবনাথের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ইপসা কৃষি কর্মকর্তা মিহির মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইপসা সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার তোফায়েল হোসেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এস মুরাদ। এছাড়াও ইপসার অন্যান্য কমকর্তাবৃন্দ।

কেন্দ্রে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি উপকরণ, কৃষি পণ্য নিরাপদে সংরক্ষণ এবং বাজারজাতকরণ এবং প্রতিমাসে কৃষি কর্মকর্তাগণ সরাসরি কৃষকদের কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধানে কর্মকাণ্ড পরিচালনা করবেন।

শেয়ার করুন