চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তরুণ সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শফিউল আলমের মতবিনিময়

চট্টগ্রামের তরুণ শিপিং এবং সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোহাম্মদ শফিউল আলম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ছায়াতলে কাজ করে চলেছেন। বর্তমানে দেশের অর্থনীতিকে সচল রাখতে অন্যান্য ব্যবসায়ীর মতো নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকরা যেভাবে সহযোগিতা করে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের শক্ত হাতের লেখনীর মাধ্যমে ব্যবসায়ীসহ দেশের আপামর জনগোষ্ঠী সামনের দিকে অগ্রসর হতে সাহস পাচ্ছেন। এছাড়া দেশের ও জাতির নানা ক্রান্তিকালে ব্যবসায়ীদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশিষ্ট তরুণ ব্যবসায়ী শফিউল আলম এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন জাতীয় দিবস ছাড়াও সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন অনুষ্ঠানসমূহ পালন করা হয়। এগুলো ছাড়াও নানা সামাজিক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে অনেক সময় আপনাদের মতো ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রেস ক্লাবের নানা কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় ব্যবসায়ী শফিউল আলমকে প্রেস ক্লাব সভাপতি ধন্যবাদ জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা।
অনুষ্ঠানে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, দৈনিক নয়া বাংলার সম্পাদক জেড এম এনায়েতউল্লাহ হিরু, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য আবুল বশর চৌধুরী, ক্লাবের স্থায়ী সদস্য মাহবুব উর রহমান, মাখন লাল সরকার, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন মো. খালেদ, বিপুল বড়ুয়া, তপন দাশবর্মন, রূপম চক্রবর্তী, আফজল রহিম সিদ্দিকী, বিশ্বজিৎ বড়ুয়া, রূপম চক্রবর্তী, আবুল হাসনাত, রাজেশ চক্রবর্তীসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন