বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী- ইসলামাবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:  কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামাবাদ ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালী সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইমরুল হাসান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন (ছোটন রাজা), উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবছার কামাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছির উদ্দীন জয় প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ উপস্থিত ছিলেন নুরুল আজিম মুন্সি, ঈদগাঁও বাস স্টেশনের ব্যবসায়ী ফরিদুল আলম, সাবেক এমইউপি মোঃ ইউছুফ, গিয়াস উদ্দীন বাবুল, দিলিপ কান্তি দে, গিয়াস উদ্দীন, সাইফুল ইসলাম, প্রদীপ কান্তি দে, আব্দু শুক্কুর, পলাশ কান্তি দে,
ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ছাত্রলীগ নেতার মধ্যে ছিলেন আবু হেনা বিশাদ, আব্দু রহম নাহিদ, সাদ্দাম হোসেন, কৃষকলীগের পক্ষে ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক লীগের পক্ষে ছিলেন মনির আহমেদ লেদু ও সাকিবুল হাসান রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন
এক নম্বর ওয়ার্ডের সভাপতি সায়েদ উদ্দীন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তিন নম্বর ওয়ার্ড সভাপতি টিটু কান্তি দে, সাধারণ সম্পাদক মনতাজ আহমেদ, চার নম্বর ওয়ার্ড সভাপতি নুর আহমদ কোম্পানি, সাধারণ সম্পাদক মনিরুল হক, পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছয় নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াউল সিকদার, সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সাত নম্বর ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুপন দে কালোসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এমইউপি। শোকসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দুরুদ পাঠ, দোয়া ও মুনাজাত করা হয়।

শেয়ার করুন