মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন

লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার : রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চট্টগ্রামের সাড়া জাগানো একটি মানবিক সংগঠন। ২০২০ ইংরেজীর জুন মাসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এটি প্রতিষ্ঠা করেন, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামের সিকদার বাড়ীর রেজাউল করিম সিকদারের পুত্রসন্তান লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার। তিনি বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক । তিনি যোগ্যতা এবং দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। ফাউন্ডেশনের কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, মানবাধিকার সংগঠন “সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের” আজীবন সদস্য, তাসাউফ ভিত্তিক সংগঠন শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ এর উপদেষ্টা, Treasurer lions club of chittagong dream city, এডমিন প্রিয় বাংলাদেশ, আজীবন সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। তিনি সমাজ কর্মি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের প্রধান লক্ষ এবং উদ্দেশ্য হলো, সমাজ এবং রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা। অসহায় এবং দুস্থ মানুষের কল্যাণে কাজ করা। গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং শিক্ষাবৃত্তি প্রদান করা। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের চারা রোপন এবং বিতরণ করা। ইতিমধ্যেই ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেছে যা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন গণমাধ্যমে প্রচারিত, প্রকাশিত বা সম্প্রচারিত হয়েছে। সম্প্রতি যে কর্মসূচি গুলো সম্পন্ন হয়েছে তা উল্লেখযোগ্য বলে মনে করছি। উল্লেখ্য যে, ২০২২ ইংরেজীর পুরা রমজান মাসে চট্টগ্রাম নগরীর অলিগলিতে এবং বিভিন্ন পয়েন্টে দুস্থ এবং অসহায় মানুষের মাঝে সেহরী বিতরণ করেন। ৭ মে ২০২২ইং চট্টগ্রাম নগরীস্থ সিআরবি এলাকায় পথশিশুদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের খাবার পরিবেশন করেন। ৩০ এপ্রিল ২০২২ ইং চট্টগ্রাম নগরীস্থ বিআরটিসিস্থ অপরাজয় বাংলাদেশ আদ্রিতা শেল্টার হোমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ২৬ নভেম্বর ২০২২ইং চট্টগ্রাম নগরীস্থ মোহরা ৫নং ওয়ার্ডের দিনমজুর মেহনতি মানুষের মাঝে সবজি বিতরণ করেন। ১২ আগষ্ট ২০২২ ইং চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার রিকশাচালকদের মাঝে রেইন কোট বিতরণ করেন। ৩০ অক্টোবর ২০২২ ইং নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার মাক্স বিতরণ করেন। ২৭ জানুয়ারি ২০২২ ইং চট্টগ্রামের হাটহাজারী উপজেলাস্থ কাদেরীয়া শাহ্ আমিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (সুয়েটার, কম্বল), উন্নতমানের ফ্লোর কার্পেট এবং পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। রাউজান উপজেলার সুলতানপুর মুকিম বাড়ী এতিমখানায় কুরআন শরীফ বিতরণ করেন। ১ ই জুন ২০২২ ইং চট্টগ্রাম নগরীর টাইগারপাসস্থ তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ এবং শীতকালীন ফল বিতরণ করেন। ১৬ ই এপ্রিল চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বারখাইন ইউনিয়নস্থ শাহ্ মালেকীয়া মডেল হেফজখানায় পবিত্র কুরআন শরীফ ও ফ্লোর কার্পেটসহ বিভিন্ন আসবাব পত্র বিতরণ করেন। ২২ ই মে ২০২২ ইং খুলশী থানাস্থ বাটালি হিল এলাকার তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় ১০০ কপি পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। পহেলা জুন ২০২২ ইংরেজী চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়াস্থ শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ, কলম-খাতা এবং গাছের চারা বিতরণ করেন। ২ ই এপ্রিল চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়াস্থ মুকারদীঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের স্কুল জুতো,স্কুল ব্যাগ, কলম-খাতা সহ টিফিন বিতরণ করেন। ১০ ই এপ্রিল ২০২২ ইং চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়ার মোকামী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ, কলম-খাতা সহ টিফিন বিতরণ করেন। নেলসন ম্যান্ডেলা বলেছেন, “শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা যায়”। মানুষের ঘুমান্ত বিবেক কে জাগ্রত করে মনুষ্যত্বভোধ সৃষ্টি করার মাধ্যমে অন্ধকার পথ থেকে আলোর দিকে আসার আন্দোলনই হল শিক্ষা। অত্র ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ রক্ষার আন্দোলন হিসেবে ফাউন্ডেশন কতৃর্ক এক লক্ষ ৫ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি চালু করেছে। মানুষের মৌলিক অধিকার ৬টি। যথাঃ- খাদ্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। ৬টি মৌলিক অধিকারের অধিকাংশ উপাদান বৃক্ষ থেকে আসে। বৃক্ষ মানুষের পরম বন্ধু। কারণ বৃক্ষ না থাকলে অক্সিজেন থাকবেনা। অক্সিজেন না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবেনা। পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য অক্সিজেনের বিকল্প নেই। স্টেফান জিরার্ড বলেছেন, “আমি যদি ভাবি যে আমি কালই মারা যাব, তবুও আমার আজ একটি গাছ লাগানো উচিত।” ফাউন্ডেশন ইতিমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে। তন্মধ্যে ১৭ ই মে ২০২২ ইং চট্টগ্রাম নগরীস্থ সিআরবি সাত রাস্তার মোড়ে শতাধিক ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.ইব্রাহীম হোসেন বাবুলের নেতৃত্বে রোপন ও বিতরণ করেন। ২৮ মে চট্টগ্রামের রাউজান থানাধীন পশ্চিম গুজরা কালচারাল পার্কে খুদে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা রোপন ও বিতরণ করেন। ৫ ই জুন চট্টগ্রাম নগরীর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বায়েজিদ লিংক রোড পাহাড়ের পাদদেশে বিশিষ্ট লেখক,গবেষক ও কলামিস্ট ড.মুহাম্মদ মাসুম চৌধুরী এর নেতৃত্বে সহস্রাধিক গাছের চারা রোপন করেন। ১৩ ই জুন ২০২২ ইং বাঁশখালী উপকূলীয় কলেজে এক হাজার অধিক গাছের চারা শিক্ষার্থীর মাঝে রোপন ও বিতরণ করেন। এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচী চলমান আছে। ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং পাঠাগার, যাত্রী ছাউনি স্থাপন করা। বেকারত্ব দূরীকরণে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্ট
করা (যেমন, সেলাই প্রশিক্ষণ,কম্পিউটার প্রশিক্ষণ এবং অনলাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ)। কৃষকদের মাঝে কৃষি উপাদান, সার, কীটনাশক ঔষধ বিতরণ করা। চুকবল, কারাতে প্রতিযোগিতাসহ খেলাধুলায়ও রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন যেভাবে শিক্ষা এবং পরিবেশ খাত কে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। ফাউন্ডেশনের কর্মসূচী গুলো কে চলমান রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সুদৃষ্টি এবং সহযোগিতা কামনা করছি। ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছেন, সংগঠক, লেখক, গবেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসুন, আমরা সুন্দর পৃথিবীতে একজন আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকি। আমাদের সৃজনশীল কাজ গুলো হোক অন্যজনের উৎসাহ উদ্দীপনার হাতিয়ার। পরিশেষে মানবতার সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করছি।

শেয়ার করুন