ঈদগাঁওতে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে গুনতে হলো জরিমানা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার : ঈদগাঁও উপজেলার আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।

গতকাল দিনব্যাপী মোবাইল কোর্টের মাধ্যমে ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নয়টি মামলা দায়ের ও বিপুল পরিমাণ পলিথিন সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী এহছান, সেনেটারি ইন্সপেক্টর জহরলাল পাল, বিএসটিআই কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।

ইটের সাইজ সঠিক না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল তৈল ব্যবহার করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বসত বাড়িতে অবৈধ ক্লিনিক পরিচালনা, বিএসটিআই এর অনুমোদন ছাড়া বেকারি স্থাপন সহ অন্য অপরাধে এ অর্থদণ্ড দেয়া হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আবুল হাসেম প্রকাশ বিমান মৌলভীর মালিকানাধীন ইটভাটা, আলমাছিয়া মাদ্রাসা সম্মুখের ক্লিনিক, আরফাতুর রহমান সহ অন্যদের যৌথ পরিচালনাধীন হোটেল এশিয়ান, হোটেল নিউ স্টার, জাগির পাড়া রোড সংলগ্ন কুমিল্লার এক ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত আল্লাহর দান বেকারী, মুদির দোকান মমতাজ স্টোর, মরহুম মনিরুজ্জামানের মালিকানাধীন জামান পলিথিন স্টোর এবং তৌহিদুল করিম পরিচালিত তৌহিদ পলিথিন স্টোর।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের শৃঙ্খলা ঠিক রাখতে প্রতি ১০ দিন অন্তর জনস্বার্থে টাস্কফোর্সের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন