ভাটিয়ারীতে বগি লাইনচ্যুত, দুই ঘণ্টা পর বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ১২টার দিকে বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

ভাটিয়ারি রেলস্টেশনের স্টেশনমাস্টার সঞ্জীব দাস বিষয়টি নিশ্চিত করেছেন। বগি লাইনচ্যুত হওয়ার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনে কতজন যাত্রী ছিলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

স্টেশনমাস্টার সঞ্জীব দাস বলেন, আজ সকাল নয়টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ১৩টি বগি নিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের দিকে যাত্রা করে। সকাল ৯টা ৩৪ মিনিটে ভাটিয়ারি স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর উদ্ধারকারী ট্রেন ও একটি ইঞ্জিন এসেছে।
প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

শেয়ার করুন