পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে সীতাকুণ্ডে ইপসা’র বিশ্ব পর্যটন দিবস পালন

সীতাকুণ্ড উপজেলা প্রাঙ্গণে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সাহাদাত হোসেনের নেতৃত্বে ইপসা আয়োজিত বিশ্ব পর্যটন দিবস ২০২২ এর বর্ণাঢ্য র্যালি।

‘‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলা প্রাঙ্গণে র্যালি উদ্বোধন ঘোষণা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সাহাদাত হোসেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, ইপসা’র পরিচালক( অর্থনৈতিক উন্নয়ন) মো: মনজুর মোর্শেদ চৌধুরী, ইপসা প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ, সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেন, রেডিও সাগরগিরি স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড শাখা ব্যবস্থাপক মো: জুলহাস উদ্দিন, মুরাদপুর শাখা ব্যবস্থাপক মো: ওসমান গণি, কুমিরা শাখা ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিন, ইপসা ইকোট্যুরিজম প্রজেক্ট’র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সৈকত চন্দ্র পাল, রেডিও সাগরগিরি’র অনুষ্ঠান প্রযোজক মোহছেনা মিনা।
দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  :চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিরসরাইয়ে ইকোট্যুরিজম শিল্পের উন্নয়ন শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইপসা এইচআরডিসি ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইপসা’র পরিচালক( অর্থনৈতিক উন্নয়ন) মো: মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইপসা মনিটরিং এন্ড রিসার্চ অফিসার মো: মোরশেদ হোসেন মোল্লা,  ইপসা এসইপি প্রজেক্ট ম্যানেজার মো:মহসিন মিয়া।
শেয়ার করুন