সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যের লিগ্যাল কনসালট্যান্ট’র মতবিনিময়

বক্তব্য রাখছেন লিগ্যাল কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা চৌধুরী।

সীতাকুণ্ড উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য লিগ্যালভিউ কনসালটেন্সি লিমিটেড এর লিগ্যাল কনসালট্যান্ট ও সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়নের কৃতি সন্তান মহিউদ্দিন
বহদ্দা চৌধুরী । শনিবার (১৪ জানুয়ারি) বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে
অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ।
লিগ্যাল কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা চৌধুরী প্রেসক্লাবে আসলে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান হয়। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসসয় মহিউদ্দিন বহদ্দা চৌধুরী বলেন, তিনি একজন প্রবাসী হয়েও যেকোন সময়ে সীতাকুণ্ড বাসীর সুখদুঃখে পাশে থাকবেন এবং এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর
পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম. সেকান্দর হোসাইন, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন