

হাকিম মোল্লা : সীতাকুণ্ডে ১৭ ফেব্রুয়ারি থেকে শরু শিব চতুরদর্শী মেলা। উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান। মেলা চলবে ১৭,১৮,১৯ ও ২০ ফেব্রুয়ারি (শুক্র,শনি,রবি ও সোমবার) পর্যন্ত।
১৬ ও ১৭ই মার্চ দোল পুর্নিমা মেলা ৫,৬ ও ৭ মার্চ (রবি, সোম,ও মঙ্গলবার)। শিব চতুর্দশী তিথী আরম্ভ ১৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। তিথী ছাড়বে ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৮ মিনিটে। শিব চর্তুদশী মেলা তিনদিন ব্যাপী চললেও দোল পুর্নিমা উপলক্ষে এই মেলা ৭ মার্চ পর্যন্ত স্থায়ী হবে।
মেলার পাশাপাশি প্রতিবারের মত এবারও চন্দ্রনাথ র্তীর্থে তিন দিনব্যাপি বিশ্ববৈদিক সম্মেলন, ঋষি সমাবেশ, মহার্তীথ পদক ও সম্মাননা পদক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করায় দেশী-বিদেশী অতিথি বর্গ, সাধু-সন্ন্যাসী, সাংবাদিক, বুদ্ধিজীবি, মঠ-মিশন, মন্দির, আশ্রমের প্রধান, তীর্থ যাত্রী ও ভক্তবৃন্দের আগমনে চন্দ্রনাথ ধাম আর্ন্তজাতিক মিলন মেলায় পরিণত হবে বলে আশা করা যাচ্ছে।
মেলা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত হতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তীর্থযাত্রীদের সুবিধার্থে বিবিন্ন ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছ। ঢাকা হইতে : ঢাকা হইতে মহানগর এক্সপ্রেস রাত ৯.২০, ঢাকা হইতে চট্টগ্রাম মেইল রাত ১০.৩০ও ঢাকা হইতে কর্ণফুলি কমিউটার সকাল ৮.৪৫ মিনিটে। ময়মনসিংহ হতে : বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ হতে রাত ৮.৩০ ময়মনসিংহ এক্সপ্রেস রাত ২.০০। সিলেট হইতে : উদয়ন এক্সপ্রেস রাত ৯.৪০, পাহাড়ীকা এক্সপ্রেস সকাল ১০.১৫। চাঁদপুর হইতে : মেঘনা এক্সপ্রেস সকাল ৫.০০, সাগরিকা কমিউটার দুপুর ১৪.৩০ উক্ত ট্রেন সমুহ সীতাকু- স্টেশনের যাত্রা বিরতি করবে। সীতাকু- হইতে : সাগরিকা কমিউটার সকাল ৮.৩৫ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, কর্ণফুলি কমিউটার সকাল ১০.৪০ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ময়মনসিংহ এক্সপ্রেস : বিকাল ৪.৩০ বঙ্গবন্ধু সেতু পূর্ব এর উদ্দেশ্যে ছেড়ে যাবে। যা দিয়ে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, গৌরিরপুর, ভৈরব,আখাউড়া যাওয়া যাবে। ঢাকা মেইল : রাত ১১:১০ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
শিব রাত্রিতে ব্যাসকু-ে স্নান-তর্পন, গয়াকু-ে পিন্ড দান ও বিভিন্ন মঠ-মন্দির দর্শন শেষে পূন্যার্থীরা মেলায় মিলিত হয়ে থাকেন। কখন থেকে এই মেলার সূচনা হয় তার সঠিক সন-তারিখ জানা না গেলেও আনুমানিক ৫০০ বছর ধরে এই মেলা উৎযাপিত হয়ে আসছে বলে ধারণা করা হয়। সীতাকু-ের ঐতিহাসিক তীর্থ স্থানের পটভূমি নিয়ে হিন্দু শাস্ত্রে ভিন্ন ভিন্ন তথ্য মিলে। অনেকে মনে করে সতীদেবীর স্মৃতি বিজড়িত ‘সতীকু-’ কালক্রমে নাম বিকৃতির ফলে সীতাকু-ে রূপ নিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, শিব লিঙ্গ (অঙ্গ) রুপে এখানে অবস্থান করে এবং সেখানে তিনি সদাজাগ্রত। হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে এ ধারণা প্রবল রয়েছে যে, পুণ্য তিথি শিব-চর্তুদশীতে এই ধামে স্নান, শিব পূজা এবং ধর্মগ্রন্থ পাঠ ও শ্রবণ করলে জাগতিক পাপ মুছে গিয়ে পূণ্যের সঞ্চার হয়। তাই এই দিনে ভারত, মালদ্বীপ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ বাংলাদেশের বিভিন্নস্থান থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন সীতাকু- চন্দ্রনাথ ধামে।
তীর্থ যাত্রীরা যে সমস্ত মঠ-মন্দির পরিদর্শন করবেন সেগুলো হল- কালি বাড়ী, শনি ঠাকুরের বাড়ী, সত্য নারায়ন ভবন, মোহন্তের আস্তানা বাড়ি, ব্যাসকু-, ভৈরব মন্দির, অক্ষয় বট বা বট বৃক্ষ, নারায়ন চত্র, মহাসশান, হনুমানজির মন্দির, সীতাকু-, ভবানি মন্দির স্বয়ম্ভুনাথের বাড়ী, গয়াক্ষেত্র, জগন্নাথ মন্দির, উনকোটি শিবের বাড়ী, বিরূপাক্ষ মন্দির, পাতাল পুরি, চন্দ্রনাথ মন্দির, জ্বালামুখী কালি বাড়ি, বাড়বকুণ্ড ও কুমারি কুণ্ড।
Your message has been sent
তীর্থযাত্রীদের নিরাপাত্তা,পানীয় জল, মেলায় আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেন সুবিধা বিশেষ করে আখাউড়া ও চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমূখী আন্তনগর ট্রেন গুলো সীতাকু-, ষ্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে প্রশাসন মেলায় যাত্রীদের আবাসন, চিকিৎসা, সৌচাগার ইত্যাদির ব্যবস্থা কওে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সীতাকুণ্ডে আগত ধর্মপ্রাণ তীর্থযাত্রী ও পর্যটকদের সুবিধার্তে আলোকায়ন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ জরুরী চিকিৎসা সুবিধার্তে একটি মেডিক্যাল টিম ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।
মেলা কার্যকরী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন জানান, মেলায় আগত তীর্থযাত্রীরা যাতে নির্বিঘেœ তাদের উৎসব পালন করতে পারে তার জন্য সর্বাত্তক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলা কমিটির পাশাপাশি বিভিন্ন উপকমিটি,স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানান, মেলা উপলক্ষে পুলিশের পাশাপাশি র্যাব,বিজিবি,আনসার ব্যাটেলিয়ন, ট্রাফিক পুলিশ সার্বিক নিরাপত্তা দিতে মাঠে থাকবে