আজ প্রখ্যাত অলিয়ে কামেল মাওলানা মুহাম্মদুর রহমান(রাহঃ)ছাহেবের ২৯তম বার্ষিক ইছালে ছাওয়াব ও মাহফিল
আজ প্রখ্যাত অলিয়ে কামেল মাওলানা মুহাম্মদুর রহমান(রাহঃ)ছাহেবের ২৯তম বার্ষিক ইছালে ছাওয়াব ও মাহফিল ২৩ ফেব্রুয়ারি বাদ আসর হুজুরের রওজা মোবারক সীতাকুণ্ড পৌরসদর ১নংওয়ার্ড এয়াকুব নগর ফকিরা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মুফাস্সির হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইসলামী বিশবিদ্যালয় ও চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিস,গ্রীন মডেল টাউন মুগদা ঢাকা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী(হাফি.),প্রধান ওয়ায়েজ অধ্যাপক কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় ও কর্ণেলহাট জামে মসজিদের খতিব মাওলানা ড.আলী হোসাইনসহ প্রখ্যাত আলেমেদ্বীন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড পাহাড়তলী আংশিক আলহাজ¦ দিদারুল আলম এমপি।
সকলকে বিনীত ভাবে ইছালে ছাওয়াব ও মাহফিলে উপস্থিত থেকে শুক্রবার ২৪ ফেব্রুয়ারি বাদ ফজর তবারুক নেওয়ার অনুরোধ করছেন মোহাম্মদিয়া কমপ্লেক্সের সভাপতি মোঃ শাহ আলম।