সীতাকুণ্ড প্রতিবন্ধী ব্যক্তিদের উচ্চমূল্যের সবজি চাষ প্রশিক্ষণ প্রদাণ

উচ্চমূল্যের সবজি বীজ বিতরন করছেন সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন।

প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে তাদের বসতবাড়িতে সঠিক উপায়ে গ্রীষ্মকালীন উচ্চমূল্যের সবজি চাষ করে লাভবান হতে পারে সে লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও বিভিন্ন জাতের উন্নত জাতের সবজি বীজ বিতরন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।
সীতাকুণ্ড এইচআরডিসি ক্যাম্পাস বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দু’দিনব্যাপী প্রশিক্ষণের বৃহস্পতিবার ছিলো সমাপনি। “প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন” শীর্ষক কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ’র কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন। আইডিপিডিপি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহিনুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন, সীতাকুণ্ড উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন, ইপসা কৃষি ইউনিট প্রজেক্ট ম্যানেজার সুমন দেবনাথ। প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন জাতের উন্নত মানের সবজি বীজ (প্যাকেট) বিতরন করা হয়।

শেয়ার করুন