চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যব¯’াপনা পরিচালক আলহাজ¦ এম. মনজুর আলম ৫৩তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এদেশের ৩০ লক্ষ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাঁর জন্ম না হলে আমরা জাতি রাষ্ট্র বাংলাদেশের স্বাধীন গর্বিত নাগরিক হতে পারতাম না। মহান স্বাধীনতা দিবসের বার্তায় তিনি বলেন, যারা জীবন উৎসর্গ করে ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করে স্বাধীনতা এনে দিয়েছেন তারা চির স্মরণীয় হয়ে থাকবেন। সাবেক মেয়র বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও মহান স্বাধীনতা দিবসে অভিনন্দন জানান।