

চট্টগ্রামে বন্দর নিয়ে যারা খবর খোঁজেন তাঁদের প্রায় সকলের প্রিয় মুখ খায়রুল আলম সুজন ‘সুজন ভাই’ চট্টগ্রাম শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে আবারও জয় লাভ করায় শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট অনুপম পার্থ।
শাপাশি খায়রুল আলম সুজন ভাইকে নানা বিশেষণে আখ্যায়িত করে শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে জয়ীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
অনুপম পার্থের ভেরিফাইড ফেসবুক পেজ-এ উল্লেখ করেন- চট্টগ্রামে বন্দর নিয়ে যারা খবর খোঁজেন তাঁদের প্রায় সকলের ‘সুজন ভাই’। উনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে না জেনে বা বুঝে কথা বলেন না। কোনো বিষয় জানতে চাইলে সেটি যদি উনার জানার মধ্যে না থাকলে সময় নেন, নয়তো জানান-এটা আমি জানি না। সংবাদপত্র বা টেলিভিশনের স্বাক্ষাৎকার দেওয়ার লোভ উনাকে কখনও ভুল তথ্য দিতে উৎসাহিত করেছে বলে আমার জানা নেই।
চট্টগ্রাম শহরে হাতে গোনা যে কয়েকজন মানুষ ব্যবসার পাশাপাশি সত্যিকার অর্থেই নানা পরিসংখ্যান কিংবা ফ্যাক্ট দিয়ে সমস্যা-সম্ভাবনাকে নির্মোহভাবে চিহ্নিত করেন, তাঁদের মধ্যে সুজন ভাই একজন। আমি অনেক মিটিংয়ে দেখেছি, নিজের ব্যবসায়িক লাভ-লোকসান চিন্তা না করেই তিনি বৃহত্তর স্বার্থে অনেক বড় বড় কর্তৃপক্ষকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন।
২এপ্রিল ২০২৩ (রোববার) সুজন ভাই শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে আবারও জিতেছেন। এই সংগঠনে উনার জয় একেবারেই নতুন নয়। এবারসহ সম্ভবত এটি চতুর্থবার। তবে কথা হচ্ছে এবারের জয়টি অন্যরকম। স্রোতের বাইরে উনিই একমাত্র মানুষ। ২৪টি পদের মধ্যে ২৩ জনই প্যানেল থেকে এসেছেন। শুধু সুজন ভাই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন। এই যে সবকিছুর বাইরে থেকে উনি নির্বাচন করলেন এবং জিতে আসলেন, এটা নিশ্চয়ই উনার সংগঠনের প্রতি নিবেদিত থাকারই প্রতিদান।
সুজন ভাইকে অভিনন্দন…