মিরসরাইয়ে পুুুলিশ ফাঁড়ির পাশ থেকে মৃত হরিণ উদ্ধার চট্টগ্রামের মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা।
শুক্রবার (১২ মে) সকাল ১০ টার দিকে অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির পাশ থেকে এই মৃত হরিণটির মরদেহ উদ্ধার করেছেন তারা।
বনবিভাগ সূত্রে জানা যায়, শিল্প পুলিশ ফাঁড়ির পাশে মৃত হরিণটি দেখতে পায় পুলিশ। পরে তাদের অবহিত করলে তারা মৃত হরিণটি মিরসরাই রেঞ্জ কর্মকর্তার অফিসে নিয়ে আসে।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, মৃত হরিণটির মৃত্যুর কারণ উদঘাটনের জন্য স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে বলে তিনি জানান।