স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা তার কৌশলগত পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক ভিশন-মিশন-মূল্যবোধকে ধারণ করে লক্ষিত জনগোষ্ঠী এবং কর্মএলাকার চাহিদা ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প সমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এ বছর ২০ শে মে ইপসা ২০২৩ “ইপসা” প্রতিষ্ঠার ৩৭ তম বছর পেরিয়ে ৩৮ তম বছরে পদার্পণ করেছে।
৩৮ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের সাধারণ সদস্য, কর্মকর্তা, কর্মী, স্বেচ্ছাসেবী ও কর্মরত জনগোষ্ঠীর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড কোর অফিস বর্ণিল সাজে সাজানো, কেককাটা/আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০ মে (বুধবার) সীতাকুণ্ড কলেজ রোডস্থ ইপসা কোর অফিস বীর মুক্তিযোদ্ধা ডা: এখলাস উদ্দিন মিলনায়তনে ইপসার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
প্রধান অতিথি বলেন, স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এ শুভক্ষণে ইপসা পরিবার এর সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশাকরি ইপসা তার ঈপ্সিত লক্ষ্য অর্জনের জন্য সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় সকলের জন্য নিরলস ভাবে ধারাবাহিক উন্নয়ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে যাবে। ১৯৮৫ সালে জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক যুব বর্ষ পালনের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সদরে ১৯৮৫ সালের ২০ শে মে ইপসা প্রতিষ্ঠিত হয়। এ বছর ইপসা ৩৮ তম বছর সফলভাবে অতিক্রম করবে।
ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদের নঞ্চালনায় ইপসা’র উন্নয়ন যাত্রার বিভিন্ন দিক নিয়ে ধারণাপত্র পাঠ করেন মোহছেনা মিনা ও কাজল।
আলোচনা সভায় অংশগ্রহণ করের সংগঠনের সাধারন সদস্যবৃন্দ।। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা সাধারণ পরিষদের সদস্য ড. শামসুন্নাহার চৌধুরী লোপা, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোর্শেদ চৌধুরী, এইচআরএম প্রোগ্রাম ম্যানেজার এন্ড
এণ্ড এডমিন হেড গাজী মো মাঈনুদ্দীন, সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেন প্রসুখ।