
চট্টগ্রামে ৩ কাঁচা মরিচ বিক্রেতাকে জরিমানা

এর মধ্যে প্রণব ট্রেডার্স ও রিয়াজ এন্টার প্রাইজকে দুই হাজার টাকা করে এবং মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে অভিযানিক দল নগরীর পাহাড়তলীতে অভিযান চালায়। অভিযানে সরাইপাড়া এলাকার রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের টিম। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় তিন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেব নাথ এবং নাসরিন আক্তার সঙ্গে ছিলেন।
অভিযানের সময় রিয়াজ উদ্দিন বাজারের আড়তগুলোয় পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচ ১৬০ টাকা করে বিক্রি হচ্ছিল বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।
তিনি বলেন, পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা এবং খুচরা প্রতি কেজি মানভেদে ২২০-২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। অভিযানের কারণে কাঁচা মরিচের দামে কিছুটা স্থিতিশীলতা আসছে। তবে আমরা বিষয়টি নজরদারি করবো। আগামীকালও (মঙ্গলবার) বাজারগুলোতে নজরদারি করা হবে।