
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার দুপুরে নগরীর কলেজিয়েট স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে।উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্যে মিশন ও ভিশন নিয়ে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরীতে কাজ করছে এ সরকার। কোমলমতি শিক্ষার্থীরাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশের গড়ে তুলবে। তিনি আরও বলেন, স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকারে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে শিক্ষার্থীরা সেই জ্ঞান কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার বিকল্প নেই বলেও জানান তিনি। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।