ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল পাল্টিয়ে দেওয়া হয়েছে : মোঃ শামসুল আলম 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন ১০ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ শামসুল আলম। ছবি – আব্দুল হান্নান

গতকাল ৩০ জুলাই, রবিবার সকাল ৮ টা হতে জাতীয় সংসদের এমপি উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ শামসুল আলম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

 পরিদর্শনকালে তিনি বেশ কিছু বুথে শুন্য ভোট, মাত্র কয়েকটি কেন্দ্রে ২০-৩০ টি ভোট পরেছে দেখতে পান। তার হিসাব মতে পুরো চট্রগ্রাম – ১০ আসনে মাত্র ৫/৬ ভোট পরার কথা কিন্তু ফলাফলে দেখানো হয়েছে ৫৪,৪৯৫ টি ভোট। তা কিভাবে সম্ভব জাতির কাচে প্রশ্ন করেন আজ বেলা ৩ টায় চট্রগ্রাম প্রেস ক্লাবের এসে রহমান হলে সাংবাদিক সম্মেলন করে। তিনি ভোট কেন্দ্রে অনেক কিছু অনিয়ম দেখতে পান, তার মধ্যে বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তা অন্য প্রার্থীর প্রতিক সম্বলিত কার্ড লাগিয়ে ভোট গ্রহণ করছেন। কিছু কিছু বুথে প্রিজাইডিং কর্মকর্তার চেয়ারে কেউ বসা ছিল না, অনেক প্রিজাইডিং কর্মকর্তা টেবিলের উপর পা তুলে সোবাইলে ফেসবুক চালাতে দেখেছেন। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ফিংগার প্রিন্ট ছোট ছোট কাগজে নিয়ে তা ইভিএম মেশিনে দিয়ে ভোট দিচ্ছেন।

তাই এই ধরনের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ না করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবদের কাছে অনুরোধ জানিয়েছেন সাংবাদ সম্মেলনের মাধ্যমে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা  জহুরুল ইসলাম রেজা, মোঃ সেলিম, একেএম নুরুউদ্দিন জাহেদ, বেলাল, নাসিমা আলম, গোলজার বেগমসহ প্রমুখ নেতৃবৃন্ধ।

শেয়ার করুন