
সীতাকুণ্ডে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৪টি এতিমখানা, ৮ জন জটিল রোগি, ১০ জন ঋণ গ্রহীতা এবং ৪ জন ভিক্ষুককে পুনর্বাসনে মোট ২২ লাখ ৭৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। ইউএনও মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ছাবেরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোস্তফা আলম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের সব শ্রেণির মানুষের পাশে দাড়াতে নানান ভাতা, অনুদান দিয়ে যাচ্ছেন সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে। আগে যেসব সুযোগ সুবিধার কথা কেউ কল্পনাও করতে পারেননি এখন তা ঘরে বসেই পাচ্ছে মানুষ। কিন্তু এরপরও এক শ্রেণির মানুষ কৃতজ্ঞতা স্বীকার করেন না। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে সবাইকে কাজ করতে হবে।