সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবসে এমপি দিদার -
টেকসই সমাজ ব্যবস্থা গড়তে নারী ও কিশোরীদের এগিয়ে নিতে হবে

সারা বিশ্বের মোট জনসংখ্যার ৪৯.৭ শতাংশ নারী ও কন্যাশিশু। তারপরও জনমিতিক আলোচনায় নারী ও কিশোরী তাদের জীবনের পছন্দ ও উপযুক্ত পেশা নির্বাচনের বিষয়ে কথা বলার সুযোগ কমই পায়। এতে সম অধিকার উচ্চারিত হয় না। কিন্তু সমগ্র সমাজ ব্যবস্থায় সুখী-সমৃদ্ধ-টেকসই ভবিষ্যৎ গড়তে হলে নারী ও কিশোরীকে অগ্রাধিকার দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি দিদারুল আলম একথা বলেন। জেন্ডার সমতাই শক্তি নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভাপতি আলহাজ এস এম আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ রেহান উদ্দীন, সৈয়দপুরের চেয়ারম্যান এইচ.এম তাজুল ইসলাম নিজামী, সীতাকু- প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী, প্রাণিসম্পদ অফিসার ডা. তাহমিনা আরজু, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা জুলি, ডা. সূচনা সাহা, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এম সেকান্দর হোসাইন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহআলম, উপজেলা খাদ্য অফিসার শামসুন নাহার স্বর্ণা, তথ্য আপা আসমাউল হোসনা তন্বী।

এছাড়া অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে আয়োজিত কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিজয়ী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখায় সৈয়দপুর ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন