আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানসিক শক্তিই আওয়ামী লীগের শক্তি।
তিনি আরও বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলে সাড়ে ১৪ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
দুটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়েছে, এমন একটি লেখার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এনজিও অনেক কাজ করেছে। তবে দুটি এনজিও’র কারণে দারিদ্র্য বিমোচন হয়েছে, এটি সত্য নয়। এনজিও’র কারণে দারিদ্র্য বিমোচন হলে এতদিন হলো না কেন? উচ্চহারে সুদে দারিদ্র্য বিমোচন হয় না। বরং তাদের ঋণের কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়া সবাই খুনি। এই খুনিদের হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের পাশে থাকে।উপকৃত হয় জনগণ ।’