আট দেশের জোট পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বাঁচাতে

 

পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন বনকে কিন্তু গত কয়েক দশকে বনটির একটি বড় অংশ উজাড় হয়ে গেছে। রীতিমতো নির্যাতন চালানো হয় এ রেইনফরেস্টকে। অবশেষে এ অ্যামাজনকে বাঁচানোর জন্য ব্রাজিলে জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নিল আট দেশ।

এ আট দেশ হলো- বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, সুরিনাম, ভেনেজুয়েলা ও গায়ানা। সংস্থার নাম রাখা হয়েছে অ্যামাজন কোঅপারেশন টিটি অর্গানাইজেশন। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে তারা এখনই ব্যবস্থা নিতে চায় এ সংস্থা।

উন্নত দেশগুলোর কাছেও আবেদন জানিয়েছে এ আট দেশের জোট। তারা বলেছে, “বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট বাঁচানোর দায় শুধু এ আটটি দেশের নয়। বিশেষ করে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আজ অ্যামাজনের যে অবস্থা, তার জন্য অনেকে দায়ী।’

শেয়ার করুন