‘চন্দ্রনাথ ধামের উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক সম্পৃক্ততার কোন বিকল্প নেই’

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড পৌরসভার প‍্যানেল মেয়র বাবু হারাধন চৌধুরী।

প্রত‍্যেকটি প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক ব‍্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্টীর সম্পৃক্ততা বা ভূমিকা অবশ‍্যই থাকতে হবে। সীতাকুণ্ড স্রাইন কমিটির স্কীমে স্থানীয় জনগোষ্ঠীকে চরমভাবেই অবজ্ঞা করা হয়েছে। পাশাপাশি সীতাকুণ্ড মেলা কমিটি ঐতিহাসিকভাবেই সীতাকুণ্ড চন্দ্রনাথ তীর্থকে কেন্দ্র করে ঐতিহ‍্যবাহী শিব চতুর্দশী মেলায় বিশাল সংখ‍্যক তীর্থ যাত্রীর নিরাপত্তা, স্বাস্থ‍্য, নিরাপদ পানি ও স‍্যানিটেশন, আবাসন ও যোগাযোগ ব‍্যবস্থাপনায় অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু স্রাইন কমিটির বর্তমান স্কীমে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসাবে কারো মতামত ও পরামর্শ না নিয়ে মেলা কমিটির ভূমিকাকে গৌণ করা হয়েছে।

১৯ আগস্ট (শুক্রবার) সীতাকুণ্ড শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী শেবাশ্রমে সীতাকুণ্ড মেলা কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এ ব্যাপারে তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে স্কীম পরিবর্তন বা সংশোধন করার জন‍্য সভা থেকে বক্তারা জোর দাবী জানান।

মতবিনিময় সভায় সার্বিক বিষয়ে লিখিত বক্তব‍্য পাঠ করেন মেলা কমিটির সাবেক সম্পাদক বাবু পলাশ চৌধুরী।

সনাতন সম্প্রাদায়ের অন্যতম শিব চতুদর্শী মেলার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম মেলা কমিটি বাস্তবায়ন করা সত্বেও স্থানীয়দের চরমভাবে অবজ্ঞা ও সীতাকুণ্ড মেলা কমিটির স্বাত‍্যন্ত্রতা খর্ব করার অপপ্রয়াস, স‍্রাইন এস্টেটের সম্পত্তির সুষ্ঠ রক্ষণাবেক্ষণ ও স‍্রাইন স্টেটের সম্পত্তির সুষ্ঠ রক্ষণাবেক্ষণের জন্য জোর দাবী জানান স্থানীয় বাসিন্দারা।

প্রতিবাদ জানাতে গিয়ে সীতাকুণ্ড মেলা কমিটির আয়োজিত মতবিনিময় সভা বিশাল সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রায় ৩০টি মঠ মন্দির, অধিকার ভিত্তিক সংগঠন ও সনাতনী সম্প্রদায়ের প্রায় সহস্রাধিক গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবু দুলাল দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার প‍্যানেল মেয়র বাবু হারাধন চৌধুরী।

এভাবেই কানায় কানায় ভরে যায় সীতাকুণ্ড শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী শেবাশ্রমে আয়োজিত সভা স্থল।

সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সীতাকুণ্ড শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম ব‍্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সীতাকুণ্ড স্রাইন কমিটির গঠন প্রক্রিয়া, স্রাইন কমিটিতে স্থানীয়দের চরমভাবে অবজ্ঞা করা, সীতাকুণ্ড মেলা কমিটির স্বাত‍্যন্ত্রতা খর্ব করার অপপ্রয়াস, স‍্রাইন স্টেটের সম্পত্তির সুষ্ঠ রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।

সমাবোশের শুরুতে পবিত্র গীতা পাঠ করা হয়। এরপরই মতবিনিময় সভায় সার্বিক বিষয়ে লিখিত বক্তব‍্য পাঠ করেন মেলা কমিটির সাবেক সম্পাদক বাবু পলাশ চৌধুরী।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সীতাকুণ্ড স্রাইন কমিটিতে স্থানীয় জনগোষ্টীর কমপক্ষে ৫ (পাচ) সদস‍্য বৃদ্ধি করা সহ সার্বিক দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও সুষ্ঠ ব‍্যবস্থাপনা আনয়নে সীতাকুণ্ড স্রাইন স্টেট রক্ষা কমিটিকে পুনরায় সক্রিয় করা হয়।

কমিটিতে হারাধন চৌধুরী বাবু আহবায়ক, যুগ্ম আহবায়ক বিমল চন্দ্র নাথ, বাবুল শর্মা, পলাশ চৌধুরীকে সদস‍্য সচিব এবং সমীর শর্মা, বিজয় ভট্টাচার্য্য ও দুলাল দে’কে সদস‍্য করে সাত সদস‍্য বিশিষ্ট কমিটি পূন:গঠিত হয়।

সভায় স্থানীয় জনগোষ্টীর উত্থাপিত বিভিন্ন মতামত ও সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন‍্য মান‍্যবর জেলা ও দায়রা জজ মহোদয়কে স্মারকলিপি আকারে প্রদান ও স্রাইন কমিটির সম্পাদক মহোদয়কে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন