মূল্য তালিকায় ডিম ও পেঁয়াজের দাম না থাকায় সীতাকুণ্ড বাজারে আট দোকানকে জরিমানা

সীতাকুণ্ডের বাজারে মুদি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘের দায়ে ডিম ও পেয়াজ বিক্রির সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আট দোকানকে জরিমানা করা হয়েছে।

বুধবার ২৩ আগস্ট সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম সীতাকুণ্ড কাচাঁ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম অভিযান শেষে সাংবাদিকদের বলেন, সারাদেশে পেঁয়াজ ও ডিমের দামের যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে তারই প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে আজ অভিযান পরিচালনা করেছি। জনগণ যাতে সঠিক দামে পেঁয়াজ ও ডিমসহ বিভিন্ন ভোগ্যপণ্য ক্রয় করতে পারে এবং দ্রব্যমূল্য ক্রয়ে ভোগান্তিতে না পড়েন তার জন্য এ অভিযান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় আট দোকানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সীতাকুণ্ড মডেল থানার এস আই এম.এ রবিউলসহ সাংবাদিক, পুলিশ ও আনসার সদস্যরা।

শেয়ার করুন