ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ,বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থেকে লাভ নেই-এমপি দিদারুল আলম

ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ,বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থেকে লাভ নেই।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

তিনি বলেন, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না, তার সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। আঘাত পেলে আওয়ামী লীগ আরও সংগঠিত হয়, ঘুরে দাঁড়ায়। আমরা ভাঙব কিন্তু মচকাব না।’

সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এমন্তব্য করেন তিনি। এমপি দিদারুল আলম আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যেগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

বুধবার (২৩ আগষ্ট) সকালে খতমে কোরআন, বাদে জোহর মিলাদ মাহফিল এবং বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, আলহাজ্ব মোঃ ইদ্রিস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ইঞ্জিনিয়ার আজিজুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাহবুবুল আলম,মেজবাহ উদদীন চৌধুরী, আলাউদদীন, মোফাককর আলম,শাহাবুদ্দিন, বক্তব্য রাখেন উপজেলা সেচচাসেবক লীগের আহবায়ক শাহাবুদ্দিন আহমেদ ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান, সোনাইছড়ি সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সৈয়দ, ছাত্রলীগ সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক নাইম উদদীন, মেহেদী হাসান রুবেল প্রমুখ।

শেয়ার করুন